মিষ্টি চার এদেশের সৌখিন মাছ শিকারিদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত চারগুলর অন্যতম। বেইজ মিক্সের সাথে বিভিন্ন ধরণের মসলা এবং প্রচুর মিষ্টি উপাদান ব্যাবহার করা হয় বলে এর নাম হয়েছে মিষ্টি চার। এদেশের এংলারদের মধ্যে চার নিয়ে যত মাতামাতি, তার মোটামোটি নব্বই শতাংশই এই মিষ্টি চার নিয়ে। নবীন শিকারিদের মধ্যে এই উন্মাদনা সবচেয়ে বেশী লক্ষ্য করা যায়। কারন, তাদের ধারনা একটা জুতসই মিষ্টি চার হলেই পুকুরের সব মাছ বরশিতে ধরে ফেলা সম্ভব। আর এই ধারনা থেকেই তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়। এই আলোচনায় আমরা একটা সাধারন মিষ্টি চারের ফান্ডামেন্টাল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই চার আমরা সাধারন মিষ্টি চার নাম দিলেও, এর কার্যকারিতা কিন্তু অসাধারণ।
Posted inBaits & Groundbaits Featured Video Gallery