কার্প ফিশিং জনপ্রিয় করার ক্ষেত্রে ব্রিটিশ এংলারদের ভূমিকা অপরিসীম। সমগ্র ইউরোপে কার্প এংলিং এর যে রুপ আমরা দেখি সেটা মূলত ব্রিটিশ শিকারিদের কাছে থেকেই পাওয়া। ভারতীয় উপমহাদেশেও কার্প এংলিং এর গোড়াপত্তন ব্রিটিশদের মাধ্যমেই। এই আলোচনায় ব্রিটিশ তথা ইউরোপিয়ান চারের উপরে একটা ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।
#Ground-Bait
ইউরোপিয়ান স্টাইল চার উপকরণঃ
১। সরিষার খৈল – ২৫০ গ্রাম
২। ফিশমিল – ৫০ গ্রাম
৩। সয়ামিল – ১০০ গ্রাম
৪। বার্ড ফুড – ৫০ গ্রাম
৫। ভুট্টা ভাঙ্গা – ৫০ গ্রাম
৬। মোলাসিস – ১৫০ গ্রাম
৭। ব্রেড ক্রাম্ব – ১/২ পাউন্ড
৮। ভেজিটেবল অয়েল – ১০০ গ্রাম